Shorboto Mongolo Radhe (যুবতী রাধে) Lyrics
Shorboto Mongolo Radhe (যুবতী রাধে) Bangla Folk Song Lyrics
Song Name: Juboti Radhe (যুবতী রাধে)
Lyricist: Dr. Ashutosh Bhattacharya
বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই,
একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়,
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়!
জল ভরো, জল ভরো রাধে ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই?
কালো কালো করিসনে লো ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি?
এক কাল যমুনার জল সর্বপ্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশী হাতে নিল
সর্প হয়ে কালো বাঁশী রাধেকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পরিল
মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি
দুই একখানা ঝাড়া দিলে বিষ করিব পানি
এমন অঙ্গেরও বিষ যে ছাড়িতে পারে
সোনার এই যৌবন খানি দান করিব তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল
গৃহ বাসে যেয়ে রাধে আড়ে বিছাই চুল
কদম ঢালাই থাইক্যা কানাই ফিক্কা মারে ফুল
বিয়া নাকি কর কানাই, বিয়া নাকি কর
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মর
বিয়া তো করিব, রাধে বিয়া তো করিব
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব!
আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও!
কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি...
No comments
Please do not enter any spam link in the comment box.